Home » বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

হতাশা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া নাজমুল হোসেন শান্তদের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

টানা বৃষ্টিতে টসটাও করা যায়নি। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে এক পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের মতো পাকিস্তানও ছিটকে গেছে।

প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের মতো পাকিস্তানও একই বিন্দুতে। তারাও ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে এই ম্যাচটি নিয়মরক্ষার। ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে নাম লিখিয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

দুই দল সান্ত্বনা পুরস্কার হিসেবে জয় চাইলেও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তাদের প্রতিপক্ষ হয়ে আছে বৃষ্টি। এই মাঠেই মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টসও হতে পারেনি। আজও সেখানে পূর্বাভাস মেনে বৃষ্টি হচ্ছে। ঠিক এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে মাঠ ভেজা থাকায় যথাসময়ে টস হচ্ছে না।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় আম্পায়াররা পর্যবেক্ষণ করবেন। তারপরেই জানাবেন পরবর্তী সিদ্ধান্ত।

পরিসংখ্যান

দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি পাকিস্তানের। ৩৯ ম্যাচে ৩৪টিতে জিতেছে তারা। বাংলাদেশের জয় মাত্র ৫টি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এবারই প্রথম মুখোমুখি হচ্ছে। তবে আইসিসি টুর্নামেন্ট হিসেবে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথম দেখায় পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *