গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে দেশের চলমান পরিস্থিতির উন্নতি ঘটাতে তৎপর ভুমিকা রাখতে দেখা গেছে যৌথ বাহিনীকে।সিলেট নগরে মধ্যরাতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) টিলাগড় পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশকে যৌথ অভিযান পরিচলনা করতে দেখা যায়।
এ সময় সড়ক দিয়ে চলাচলের সময় স্থানীয় মোটরসাইকেল আরোহীসহ সব ধরনের গাড়ির কাগজ এবং অবৈধ কিছু আছে কিনা চেক করতে দেখা যায়।
এদিকে রাতে যৌথবাহিনীর এমন টহলে নগর জুড়ে যেন স্বস্তি ফিরেছে জনমনে। এ সময় স্থানীয় মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও যৌথ বাহিনীর এমন অভিযানের প্রশংসা করতে দেখা যায়।