Home » সিলেটের রাস্তায় যৌথ বাহিনীর চেকপোস্ট

সিলেটের রাস্তায় যৌথ বাহিনীর চেকপোস্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটে শুরু হয়েছে যৌথ বাহিনীর টহল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মহানগরের লাক্কাতুরা থেকে ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট পরিচালনা করছে।

এ সময় এই সড়কে চলাচল করা সন্দেহজনক সকল যানবাহনে তল্লাশি করা হয়।

মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *