Home » আউটসোর্সিং কর্মীদের নতুন আল্টিমেটাম

আউটসোর্সিং কর্মীদের নতুন আল্টিমেটাম

গতকাল শনিবার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কর্মীরা। এর আগে, চাকরি স্থায়ীকরণ ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে তাদের সড়ক অবরোধে লাঠিপেটা করে পুলিশ। চাকরি স্থায়ীকরণ ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে শনিবার বেলা ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানার উপ-কমিশনার মাসুদ আলম জানান, কর্মীদের কয়েকবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। তাতে কাজ না হলে লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। এ সময় আহত হন চার জন।

সন্ধ্যার পর ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন আউটসোর্সিং কর্মীরা। আউটসোর্সিং কল্যাণ ও ঐক্য পরিষদের সভাপতি মো. মাহবুবুর রহমান আনিসের কাছ থেকে কর্মীদের পক্ষ থেকে ঘোষণা আসে, রোববার সকাল ১০টার মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে কর্মবিরতিতে যাবেন তারা।

এদিকে আউটসোর্সিং কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে, সরকারের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য মাজাহারুল ইসলাম ফকির।

এদিকে আন্দোলনকারীদের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের বিচারের দাবি করেছেন আউটসোর্সিং কর্মীরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *