ফেঞ্চুগঞ্জ প্রতিবেশীর বাড়ির সামব থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বির আহমেদ (২৫) উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সুমন আহমেদ জানান, সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এসময় তারা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।