সিলেটে পৃথক অভিযানে ৪৪০০ কেজি ভারতীয় কমলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
এসময় তাদের সাথে থাকা দুটি পিকআপও জব্দ করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মোঃ কামাল (৪০) এবং মৃত আজির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৪), গোয়াইনঘাট তানা রৌহা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ কামরুল ইসলাম (২৩)।
জানা গেছে, সিলেট শহরতলীর মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট চলাকালে একটি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১০০ ক্যারেট অবৈধ ভারতীয় কমলা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।
অপর এক অভিযানে একই স্হান থেকে একটি পিকআপ গাড়ী তল্লাশীকালে ৮০ ক্যারেট অবৈধ ভারতীয় কমলা (কেনু) পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।