সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে মাইকে পূর্ব ঘোষনা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়া ও ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি সুফি মিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয় একটি সূত্র জানান, উপজেলা নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলের পক্ষে কাজ না করায় দীর্ঘদিন ধরে গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ বিরোধে জড়িয়ে যায়।
আজ শনিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষের ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।