Home » সিলেটে দায়িত্ব পালন করা দুই ডিসিকে ওএসডি

সিলেটে দায়িত্ব পালন করা দুই ডিসিকে ওএসডি

২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওএসডি হওয়া ডিসিদের মধ্যে দুজন সিলেটে দায়িত্বপালন করেছেন। একজন ছিলেন সিলেটের ডিসি অপরজন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তারা হলেন- মিনিস্টার স্থানীয় (যুগ্ম-সচিব) কাজী এমদাদুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক।

কাজী এমদাদুল ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালের ২২ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এ জেড এম নুরুল হক। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ছিলেন।

তিনি হবিগঞ্জেরে চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের বাসিন্দা। তার আগে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *