সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের একটি ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের লাইনে মিটার লাগানোর সময় বিকট শব্দে ও আগুন আতঙ্কে ওয়ার্ড ছেড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এ সময় নিরাপদ আশ্রয়ের জন্য চিকিৎসাধীন শিশুসহ স্বজনরা হাসপাতালের নিচে চলে আসেন। অক্সিজেনের লাইনে আগুনের ফুলকি ও গ্যাস বের হতে দেখতে পেয়ে আগুন আতঙ্কে কয়েকটি ওয়ার্ডের রোগীসহ স্বজনরা বের হতে দেখা যায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালের পঞ্চম তলার একটি শিশু ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।
শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর বাবা জাকির হোসেন জানান, হাসপাতালে আগুন লেগেছে এমন খবরে ওয়ার্ড ছেড়ে যে যেভাবে পেরেছেন নিচে নেমে এসেছেন। বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি দেখা গেছে। শিশু ওয়ার্ডসহ হাসপাতালে থাকা অন্য লোকজন রোগীসহ নিচে নেমে আসেন। পরে আবার তারা যার যার ওয়ার্ডে ফিরে যান।
সিলেট ওসমানী মেডিক্যালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, শিশু ওয়ার্ডের সেন্ট্রাল লাইনের মিটার লাগানোর সময় দ্রুত কাজ করতে গিয়ে বিকট শব্দ হয়। এ সময় অক্সিজেন বাইর হওয়ার পাশাপাশি আগুনের ফুলকি ও গ্যাস বের হওয়ায় আগুন লেগেছে আতঙ্কে রোগীরা নিচে নেমে পড়েন। তবে তেমন কিছু হয়নি।