Home » বরের গাড়িতে ট্রেনের ধাক্কা, ছিটকে পড়লো ধানক্ষেতে

বরের গাড়িতে ট্রেনের ধাক্কা, ছিটকে পড়লো ধানক্ষেতে

সিলেটে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ছিটকে ধান ক্ষেতে পড়েছে। এত গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের জন্য সাজানোর পর প্রাইভেটকারটি বরের বাসায় নিয়ে যাচ্ছিলেন চালক। পথে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। চালক বার বার সেলফ দিয়ে গাড়ি চালুর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি চালু হচ্ছিল না।

এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উড়ে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘আহত চালককে প্রথমে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও কিছুক্ষণ পর তার স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *