Home » মোহাম্মদপুরের আলোচিত ‘কবজি কাটা’ আনোয়ার গ্রেফতার

মোহাম্মদপুরের আলোচিত ‘কবজি কাটা’ আনোয়ার গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। সংস্থাটি বলছে, মো. আনোয়ার ‘শ্যুটার আনোয়ার’ ও ‘কবজি কাটা আনোয়ার’ নামেও পরিচিত। সে গত বছর থেকে গা ঢাকা দিয়ে ছিল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

আনোয়ারের বিরুদ্ধে মানুষের কবজি কেটে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে র‌্যাব জানায়, কবজি কাটা আনোয়ার বসিলা, নবীনগর, ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় তার বাহিনী নিয়ে গত কয়েক বছর থেকে চাঁদাবাজি ও দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাই করে আসছিলেন। কেউ কোনও বাধা দেওয়ার চেষ্টা করলে সেই ব্যক্তিকে কুপিয়ে দ্রুত আহত করার পর তার হাতের কবজি কেটে নিয়ে উল্লাস করতেন তিনি ও তার সহযোগীরা। গত বছর কয়েকটি ঘটনায় কয়েকজন যুবকের কবজি কেটে আনোয়ার ও তার গ্রুপের সদস্যরা উল্লাস করে। পাশাপাশি সেই দৃশ্য মোবাইলে ধারণ করে শর্ট ভিডিওর প্লাটফর্ম টিকটকে আপলোড করে।

র‌্যাব বলছে, বিষয়টি তাদের দৃষ্টিতে এলে ওই গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তখন থেকে আনোয়ার পলাতক ছিল। গত বছর থেকে তাকে ধরার জন্য র‌্যাব ও পুলিশের একাধিক সোর্স বিভিন্নভাবে কাজ করছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *