সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুরে অতিথি পাখির মাংস রান্না করে বিক্রি ও মজুদ রাখার দায়ে ৫ রেস্তোরাঁ মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, হরিপুর বাজার সংলগ্ন তারুহাঁটিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টে অতিথি পাখির মাংস রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় পাঁচটি রেস্তোরাঁ মালিককে ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আরও ১০টি রেস্টুরেন্ট থেকে ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করা হয়েছে। পরে জব্দ করা পাখিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জরিমানা করা রেস্টুরেন্টগুলো হল-আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্ট।
সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, বিভিন্ন রেস্টুরেন্টে জরিমানা আদায়ের পাশাপাশি বাকি রেস্টুরেন্ট মালিকদের এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পাখি বিক্রি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।