তথ্যফাঁস রোধে কোনো প্রতিষ্ঠানকেই আর সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির। একই সঙ্গে এনআইডি সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন ভবনে আজ সোমবার এক ব্রিফিংয়ে মহাপরিচালক আরও জানান, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে, তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল, তা জানাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের পেন্ডিং আবেদন ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার সময় থেকে এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির জানান, দ্রুতই সব আবেদন নিষ্পত্তি করা হবে। আগে তথ্যফাঁস হওয়ার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে কমিটি করা হবে, যে কমিটি অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মরতদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে বলেও জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক।