Home » বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বয়ান-তালিম-চিল্লাবন্দি হওয়ার কার্যক্রম শেষ করে আজ হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাওলানা সাদ অনুসারীদের তিনদিনের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে।হেদায়েতে বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আজ ফজরের নামাজের পর থেকে ইসলামের আলোকে জীবন গঠন ও বর্তমান সমাজ ব্যবস্থায় দ্বীন ইসলাম প্রচারণার ওপর বয়ান করেন ভারতের মাওলানা ভাই মোরসালিন। সকাল সাড়ে ৯ টার পর থেকে শুরু হয়েছে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করছেন মাওলানা ইউসুফ বিন সাদ।

মোনাজাত শেষে তাবলীগ মুসল্লিদের যাতায়াতের জন্য আটটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া এবার মোনাজাতে মহাসড়কে কোনো প্রকার যানবাহন নিয়ন্ত্রণ করা হবে না। আখেরি মোনাজাতে ময়দানের নিরাপত্তা ব্যবস্থা আগের মতো রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *