Home » ইজতেমায় জিকিরে মশগুল মুসল্লিরা, রোববার আখেরি মোনাজাত

ইজতেমায় জিকিরে মশগুল মুসল্লিরা, রোববার আখেরি মোনাজাত

নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। খিত্তায় খিত্তায় জিকির আসকার, ইবাদত বন্দেগি ও বয়ান শুনে সময় পার করছেন মুসল্লিরা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আজ ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম হবে। তালিমের মওজু (ফজিলত ও আদব) মুফতি ইয়াকুব। ‌১০টা থেকে শুরু খিত্তায় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান হবে, যার তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করবেন হাফেজ মঞ্জুর, তরজমায় মাওলানার রুহুল আমিন। আসরের বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে।

মিডিয়া সমন্বয়ক আরও বলেন, বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ যার তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। এছাড়া ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মোরসালিন, তরজমায় মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমায় মাওলানা মুনির বিন ইউসুফ। ইজতেমায় চলছে দেশ বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।

এদিকে ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশবিদেশের লাখো মুসুল্লি। আগামীকাল আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *