Home » সিলেটে “অপারেশন ডেভিল হান্ট” আরো ১৩ জন গ্রেফতার

সিলেটে “অপারেশন ডেভিল হান্ট” আরো ১৩ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামিলীগ, যুবলীগসহ অন্যান্য আসামীসহ আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন তালুকদার (৪৬), সিলেট মহানগর যুবলীগের কমী অন্তর খান (২৫), মোঃ ফুল মিয়া (৪৫), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি মোঃ আকমল আলী (৫২), সিলেট জেলা আওয়ামিলীগ কর্মী মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), সাবেক এমপি হাবিবুর রহমান এর ভাগিনা, বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী মকসুদ মিয়া চৌধুরীর লিপন(৩৮), ৬ নং ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রহমান (৪০), স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির উদ্দিন (৩০), কানাইঘাট থানার খালের পাড় গ্রামের মৃত সৈয়দ গোলাম হোসেনের ছেলে সৈয়দ গোলাম আলী (৫০), কোতয়ালী থানাধীন পায়রা ১১ নং বাসার মৃত আব্দুল মানিকের ছেলে ফয়সাল (৪২), ওসমানীনগর থানার প্রকাশিত নুরপুর (জহিরপুর) গ্রামের জায়ফর উল্লাহর ছেলে কামরুল ইসলাম কালু (২৭), জালালাবাদ থানার টুকেরবাজার সাহেবের গাও এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আকমল হোসেন (৪২), শাহপরান থানাধীন ১০২- সাদাটিকর, নয়াগাঁওয়ের মায়েদ আলীর ছেলে সাহান আহমদ(৩৭)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *