Home » সিলেটে শবে বরাতে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম

সিলেটে শবে বরাতে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম

সারাদেশে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। দিনটিকে কেন্দ্র করে সিলেট মহানগরীতে নিত্যপণ্যে বিশেষ করে গরু ও মুরগীর মাংসের দাম উর্ধ্বগতি দেখা গেছে। মাংসের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখেপড়ার মতো। তবে চাহিদা বেশি থাকার সুযোগে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম।

সকালে মহানগরীর নয়াসড়ক, আম্বরখানা, সুবিধবাজার ও রিকাবীবাজার ঘুরে চিত্র দেখা গেছে।

১১ টার দিকে নয়াসড়ক এলাকায় ঘুরে দেখে গেছে, গত সপ্তাহে যে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা করে বিক্রি হয়েছে তা আজ শবে বরাতের দিন (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) ৭৮০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম গত তিনদিন আগেও ছিল প্রতি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকা। আজ তা বিক্রি হচ্ছে ২০০ কেজি দরে।

দুপুর ২টার দিকে আম্বরখানা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি মাংসের দোকানে ক্রেতাদের লম্বা ভিড়। ক্রেতারা এসে প্রথমে মাংসের দাম জিজ্ঞাসা করছেন। হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, শবে বরাতের বাজারে দাম একটু বেশি থাকে।

এদিকে গত ১০ ফেব্রুয়ারি মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)। নির্ধারিত মূল্য অনুযায়ী পবিত্র রমজান মাসের জন্য গরুর মাংস ৭৫০ টাকা, খাসীর মাংস ১০০০ টাকা, মহিষ ৬৫০ টাকা, ছাগল/ভেড়া ৯৫০টাকা, সোনালী মুরগী ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগী ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে।

এদিকে স্বস্তি রয়েছে সবজির বাজারে। শীতকালীন সবজির সরবরাহ ভাল থাকায় দামও কম। ফুলকপি, টমেটো, শিম আলুসহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটাই কমেছে। রমজানকে কেন্দ্র করে বাজারে যেন উর্ধ্বগতি না থাকে সেজন্য তদারকির দাবি সাধারণ মানুষের।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *