Home » সিলেটে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার আরও ৯

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার আরও ৯

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্টে’-আরও ৯জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ২৪ ঘন্টায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম কর্তৃক গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাতের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মহানগরীর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন ও ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন।

এর আগে দিনের অভিযানে গ্রেফতার করা হয় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক কুতুব মিয়া (৪৮), সিলেট মহানগরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১), ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), শাহপরাণ থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০) ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খানকে (৩১)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *