শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
সিলেট জেলা ও মহানগর শাখার বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার পক্ষে সেন্টার পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি অারও বলেন বিএনপির প্রার্থী অারিফুল হক চৌধুরী দুর্নীতিবাজ। বুধবার দুপুরে দক্ষিণ সুরমার মুয়রকুঞ্জ কনভেনশন সেন্টারে সিলেট জেলা ও মহানগর অাওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথাগুলো বলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সঞ্চালনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ আসাদ।