Home » আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৩

আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৩

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট মাহনগরের বন্দরবাজার এলাকার একটি হোটেল থেকে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে এক নারী ও দুই পুরুষ রয়েছেন।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধল আশ্রম গ্রামের আবু বকর মিয়ার ছেলে মো. তুহিম আহমদ (২০), সিলেট জেলার কানাইঘাট থানার উজানবরাপাইত গ্রামের মৃত বশির আহমদের ছেলে নিজাম (৫৫) ও মোছা. বিলকিছ নাহার পপি (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজাস্থ হোটেল সিটি হার্টের ৪র্থ তলার ১০২ নং কক্ষে অভিযান পরিচালনা করে দুই পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

সোমবার বিকালে বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *