Home » বড়লেখায় টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

বড়লেখায় টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার দায়ে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ফয়জুল হক উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা অবাধে অবৈধভাবে টিলা ও ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। সোমবার উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামেও টিলা কাটা চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ ও সেনাবাহিনী নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার দায়ে ফয়জুল হককে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের সত্যতা স্বীকার করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *