Home » সিলেটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

সিলেটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

সিলেটে যৌথবাহিনীর অভিযানে যুবদলের এক নেতাসহ চারজন ধারালো অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে নগরীর বনকলাপাড়া এলাকার নূরানী ৫২ নম্বর বাসায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, পিস্তল সদৃশ্য লাইটার ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর বনকলাপাড়া নুরানী ৫২ নম্বর বাসার আবদুল মুক্তাদির বুলবুলের ছেলে ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), মিরাপাড়া ১০৮ নম্বর বাসার মৃত সিকন্দর আলীর ছেলে মাহমুদ আলী (৪৪), বাদামবাগিচার ৫০/১ নম্বর বাসার আমিন মিয়ার ছেলে মুজিবুর রহমান সানি (২৭) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মৃত নেদারুল ইসলামের ছেলে রিপন (৪৬)। এর মধ্যে ইমাদ উদ্দিন আহমেদ সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছোরা, ২টি কাটি, ১টি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, খালি মদের বোতল, মদ পানের গ্লাস ও বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *