Home » সিলেটে আবাসিক হোটেলে পুলিশের চোখ, অসামাজিক কাজ : ২ দিনে ১০ নারী-পুরুষ আটক

সিলেটে আবাসিক হোটেলে পুলিশের চোখ, অসামাজিক কাজ : ২ দিনে ১০ নারী-পুরুষ আটক

সিলেট মহানগরের আবাসিক হোটেলগুলোতে চলমান অসামাজিক কার্যকলাপ ঠেকাতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের বিভিন্ন ইউনিট প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে সিলেটরে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক করছে অসামাজিক কাজে লিপ্ত থাকা নারী-পুরুষদের। মাত্র দুদিনে এমন ১০ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক)-এর বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে ফারাহ হোসেন ইতি (৩৩), রাশিদা বেগম (৪০) ও মো. ওহাব মিয়া (২৩) নামে তিন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই দিন দুপুরে সিলেটের বন্দরবাজারস্থ হোটেল মহানগর আবাসিক থেকে ৫ নারী-পুরুষকে আটক করে ডিবি পুলিশ। এ অভিযানে হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়। আটকরা হলেন- হোটেল মহানগরের ম্যানেজার, সিলেট মহানগরের কুশিঘাটের সিরাজুল ইসলাম (৬০), শহরতলির লামাকাজি খালপাড়ের ফখর উদ্দিন (৫০), গোয়াইনঘাট উপজেলার কাপনারাই গ্রামের নিজাম উদ্দিন (৪৫) এবং আয়েশা বেগম ও ছালেহা বেগম।

এর আগের দিন (মঙ্গলবার) মহানগরের বন্দরবাজারস্থ তালহা রেস্ট হাউজ নামক আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই দিন দুপুর ১টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাসুম আহমদ (২৮) ও সোনিয়া আক্তার (২৬)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *