Home » কৃষক- জলেদেরে জীবকিা সহায়তায় স্ট্যার্ন্ডাড র্চার্টাড ও ব্র্যাকরে উদ্যোগ

কৃষক- জলেদেরে জীবকিা সহায়তায় স্ট্যার্ন্ডাড র্চার্টাড ও ব্র্যাকরে উদ্যোগ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫ – সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্যোগ সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ প্রকল্পে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, বিশেষ করে বন্যা ও খরার ঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওড় এলাকাসহ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সহায়তা করা হয়েছে। এছাড়া, আরেকটি উদ্যোগের মাধ্যমে সুন্দরবনের ৫৬০ জন জেলের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান করা হয়েছে।
একটি উদ্যোগটির আওতায়, কৃষকদের জলবায়ু সহনশীল বীজ, ৩৫৩ ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল কাটার পর সংরক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণের সুযোগ প্রদান করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক। এর মাধ্যমে, কৃষিতে টেকসই আধুনিকায়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এতে কৃষকদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান নিশ্চিত করতে ৩৪ হাজার ৮২৫টি তালগাছ রোপণ করা হয়েছে। বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। এছাড়া, বরেন্দ্র অঞ্চলে ২৮টি সৌরচালিত সেচ পাম্প বসানো হয়েছে। এতে কৃষকদের সেচ ব্যয় কমবে। পাশাপাশি, সেচ পাম্পের পানি বণ্টনের মাধ্যমে নতুন আয়ের সুযোগ সৃষ্টি করবে।
এই সমন্বিত উদ্যোগে কৃষির প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে। ফলে কৃষকরা টেকসই চাষাবাদ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ পাবেন।
প্রান্তিক-পর্যায়ের জেলেদের জীবিকা উন্নত করার লক্ষ্যে পরিচালিত হয় আরেকটি উদ্যোগটি। এতে তাদেরকে নৌকা ও জা্লের মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। অনেক জেলেরই নিজেদের মাছ ধরার সরঞ্জাম নেই। এ কারণে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। এই প্রকল্পের মাধ্যমে, ৫৬০ জন জেলেকে মাছ ধরার উপযুক্ত সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। উদ্যোগটি তাদের জীবনযাত্রা ও অর্থনৈতিক ভবিষ্যতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
মাছ ধরার কাজে জেলেদের প্রয়োজন অনুযায়ী দুই ধরনের নৌকা সরবরাহ করা হয়েছে—বড় ইঞ্জিনচালিত নৌকা ও ছোট নৌকা। এর মধ্যে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার জন্য ১০টি বড় নৌকা ও জাল, এবং সুন্দরবনের খাঁড়ি বা নদীতে সাদা মাছ ধরার জন্য ৫৬টি ছোট নৌকা ও জাল দেওয়া হয়েছে। ফলে জেলেরা এখন আরও স্বাধীনভাবে মাছ ধরতে পারবে। এতে তাদের আয় আরও বেড়ে যাবে। নিজেদের হাতে দরকারি উপকরণ থাকায় মাছ বিক্রি করে তারা এখন আরও লাভবান হতে পারবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান, বিটপী দাস চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতির মূলে রয়েছেন আমাদের কৃষক ও জেলেরা। আবার জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যেও তারা আছেন। সঠিক উপকরণ, তথ্য ও টেকসই উপায়ের মাধ্যমে আমরা তাদেরকে কেবল টিকে থাকায় সাহায্য করতে নয়, বরং আরও উন্নতির দিকে এগিয়ে নিতে চাই। ব্র্যাকের সঙ্গে আমাদের এই উদ্যোগ কৃষক-জেলে সমাজকে সহনশীলতা, আধুনিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা হলো, যারা আমাদের খাদ্য সরবরাহ করেন, তারা যেন একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়তে পারেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ১২০ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন অভিযাত্রায় সম্পৃক্ত রয়েছে। ব্যাংকটি বাণিজ্যিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে।
১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক সংস্থা। ব্র্যাক দারিদ্র্য, নিরক্ষরতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। বাংলাদেশে ৬৪টি জেলা এবং বিশ্বের ১১টি দেশে ব্র্যাক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *