Home » ‘আল বদর’ নিয়ে ঠাট্টা ভালো লাগছে না গোলাম মাওলা রনির

‘আল বদর’ নিয়ে ঠাট্টা ভালো লাগছে না গোলাম মাওলা রনির

মুক্তিযুদ্ধবিরোধী ‘আল বদর’ বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে হাসি-ঠাট্টা শুরু হয়েছে তা ভালো লাগছে না বলে জানালেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনি। শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘কেউ বলছেন আল বটর ! কেউবা বলছেন লাল বদর ! হাল আমলে আল বদর নিয়ে লোকজনের রঙ-বেরঙের ঠাট্টা-মস্করা আমার কিন্তু একদম ভালো লাগছে না।’

উল্লেখ্য, অখণ্ড পাকিস্তান রক্ষার উদ্দেশ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনী গঠিত হয়। এ বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোদের অনেকে ‘আল বটর’ বাহিনী হিসেবে অভিহিত করছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *