Home » যুক্তরাষ্ট্রে এবার এক ছোট বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে এবার এক ছোট বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শিশুসহ ৬ আরোহী ছিলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, আরোহীদের বেঁচে থাকার সম্ভবনা খুবই কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি শপিং মলের আশপাশে বিমানটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এ ঘটনা ঘটেছে। লিয়ারজেট ফাইভ ফাইভ বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিসৌরির স্প্রিংফিল্ড–ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরপরই এটি বিধ্বস্ত হয়।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, তাদের বিমানটি চারজন ক্রু, একজন শিশু রোগী এবং তার সহকারীসহ বিধ্বস্ত হয়েছে।

গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাত্র তিন দিন পর আবারও একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন আবহাওয়া ছিল ঠান্ডা; বৃষ্টিপাতের কারণে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *