Home » দাবি আদায়ে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থা কর্মসূচি চলছে

দাবি আদায়ে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থা কর্মসূচি চলছে

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করার দাবিতে গতকাল (২৬ জানুয়ারি) দুপুর থেকে শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ জরুরি সভা শেষে আন্দোলনকারী শিক্ষকদের সিদ্ধান্ত জানানো হবে শিক্ষা উপদেষ্টার কার্যালয় থেকে।

সোমবার (২৭ জানুয়ারি) সরেজমিন ঘুরে দেখা যায়, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

শিক্ষকদের অবস্থানের একশ গজ উত্তরে শাহবাগ থানার সামনে শক্ত অবস্থান নিয়ে আছে পুলিশ। গতকাল (২৬ জানুয়ারি) রাতেও সরেজমিন এসে এই দৃশ্য দেখা যায়। তবে রাতে পুলিশ কিছুটা কম ছিল। সকালে ফোর্স বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ সদস্য।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান জানান, ‘গতকাল আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছে, আজ আমাদের বিষয় নিয়ে মিটিংয়ে বসবে। তাদের সভার সিদ্ধান্তের আলোকে আমাদের সিদ্ধান্ত জানাবে।’

কোন সময়ের মধ্যে জানাতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সে বিষয়ে আমাদের কিছু বলেনি। তারা জানিয়েছে, আজকের মধ্যে জানাবে। তবে দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ছি না।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *