বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত মাধ্যমিক পর্যায়ের বই পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে শেরপুর জেলায়। বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলায় পুলিশ বইভর্তি একটি ট্রাক জব্দ করে। যেখানে অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে এই বিশাল পরিমাণ বই উদ্ধার করা হয়। ট্রাকটির সন্দেহজনক গতিবিধি লক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকসহ একজনকে আটক করে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, ট্রাকটি মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত অষ্টম, নবম ও দশম শ্রেণির বই পরিবহন করছিল। পুলিশ ট্রাকটি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করে।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানিয়েছেন, বইগুলো শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত নয়। প্রাথমিক তথ্য অনুসারে, বইগুলো সম্ভবত কুড়িগ্রাম জেলা থেকে আসা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ বিভাগ সম্পূর্ণ ঘটনাটির গোড়ার কথা জানতে চেষ্টা করছে।’