Home » জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারত আপত্তি তুলেছিল, তারা পাকিস্তানে খেলতে যাবে না। নানা শর্তে দুদলকে আপসের টেবিলের বসিয়ে রাজি করিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন করে আপত্তি জানিয়েছে, নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখবে না তারা!আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনো টুর্নামেন্টের স্বাগতিক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে রাখা বাধ্যতামূলক। জার্সির ডান দিকে টুর্নামেন্টের লোগো, স্বাগতিক দেশের নাম ও টুর্নামেন্টের সাল রাখতে হয়। হাইব্রিড মডেলে হলেও আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে। সেই হিসেবে, সব দলের জার্সিতে তাদের নাম রাখতে হবে।

বিসিসিআইয়ের এমন স্বেচ্ছাচারিতার বিষয়ে কথা বলেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ভারতের এমন প্রস্তাব প্রত্যাখান করেছে আইসিসি।আইসিসির পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিটি দেশের দায়িত্ব যে তারা তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো রাখবে। এটি আইসিসির নিয়ম। এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক।’

এর আগে এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছিল, ‘ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। খেলাটির জন্য এটি ভালো নয়। তারা প্রথমে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমরা বিশ্বাস করি, আইসিসি এটি হতে দেবে না।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *