Home » বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদলের পাকিস্তান সফর

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদলের পাকিস্তান সফর

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে।

সোমবার (২০ জানুয়ারি) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক প্রতিনিধিদল ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে।

এতে আরও বলা হয়, প্রতিনিধিদলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুদেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *