Home » সিলেটে আরও ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেটে আরও ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া আরও ৫ কাউন্সিলার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  এর মধ্যে ১ জন সাধারণ কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী। বিভিন্ন সমস্যার কারণে আজ সোমবার নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বাতিল করে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এই তথ্য জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তার তথ্য অনুসারে আজ সোমবার বিভিন্ন কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী আশিক আহমেদ, সংরক্ষিত আসনের ৭নং ওয়ার্ডের প্রার্থী শিবানী দেব রায়, ক্ষমা রাণী দে, ৮নং এ শারমীন আক্তার ও ৯ নম্বরে আছমা বেগম। নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, রবিবার সিসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম ৬টির প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাইবাছাই করা হয়। আজ সোমবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে অবশিষ্ট ওয়ার্ডগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আরও ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। এ পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ১৫ জন কাউন্সিলার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *