সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরার দেবহাটা থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ (ওসি) ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে তার নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে।
ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।