দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজে জড়িত থাকা ও দলের ভাবমূর্তি বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে সিলেট মহানগর বিএনপির মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসুর বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে মহানগর বিএনপি। এরই অংশ হিসেবে নিজের অবস্থানের লিখিত ব্যাখ্যা দিতে ও সংশ্লিষ্ট প্রমাণাদি থাকলে এসব ২৪ ঘন্টার মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান হয়েছে।
বিষয়টি রবিবার (১২ জানুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে সংবামাধ্যমকে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।