Home » শহীদ মিনারের অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

শহীদ মিনারের অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিকাল ৩টায় জাতীয় শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনকে নিম্ন বর্ণিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরনো বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর প্রবেশ পথ দিয়ে আগত যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহন ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আগত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *