Home » আল্লু অর্জুনের বাড়িতে হামলা, গ্রেপ্তার ৮

আল্লু অর্জুনের বাড়িতে হামলা, গ্রেপ্তার ৮

বিড়ম্বনা যেন ‘পুষ্পা ২’ অভিনেতা আল্লু অর্জুনের পিছু ছাড়ছে না। ক’দিন আগে তাঁকে জেলে যেতে হয়েছে। শোনা যাচ্ছে, ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কাও রয়েছে! এরইমাঝে নতুন বিপত্তি। এবার তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর হলো।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের বাড়িতে হামলার ভিডিও। সেখানে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ-বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে।

অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ। জানা গেছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র ১ ঘণ্টা আগে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এক বিবৃতিতে তাঁর ভাষ্য, ‘সমস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি, তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত বলে দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এর আগে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।’ এরপরই পরিস্থিতি ঘোলাটে হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা হামলা চালায় পুষ্পারাজের বাড়িতে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *