ডেস্ক নিউজ:
যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে যশোরের একটি বাওরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির দু’জন প্রশিক্ষক নিখোঁজ রয়েছেন।
যশোর বিমান বন্দরের ম্যানেজার আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১০ টায় তিনি বলেন, তারা এখনও ঘটনাস্থলে পৌঁছুতে পারেননি।
তিনি জানান, রাত ৯ টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
তিনি আরও বলেন, বিমানটিতে দু’জন প্রশিক্ষক ছিলেন। তারা নিখোঁজ রয়েছেন। পরে তিনি বিস্তারিত বলতে পারবেন বলে জানান।
দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বিমানটি বুকভরা বাঁওড়ের মাঝেই পড়েছে। এখানে ফায়ার সার্ভিস, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। এখন বৃষ্টি হচ্ছে।
বার্তা বিভাগ প্রধান