সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যেকোনো সময় তার দেশ ত্যাগের এই তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।
শনিবার (২১ ডিসেম্বর) খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ম্যাডাম ৩০ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন। এটা ধরেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও শতভাগ বলাটা ঠিক হবে না। কারণ এখানে ম্যাডামের শারিরীক সুস্থতা জরুরি। সুস্থ না থাকলে এত লম্বা জার্নি করা সম্ভব নয়। তিনি সুস্থ থাকলে ৩০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে আশা করছি। অন্য কোনো জটিলতা সৃষ্টি হলে মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিতের মতো বিদেশ সফরও পেছাতে পারে।’
মেডিকেল বোর্ডের এই সদস্য জানান, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রথমে লন্ডন পরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যেতে হতে পারে। এ ছাড়াও সৌদি আরবে ওমরাহ পালন করবেন খালেদা জিয়া। সবমিলিয়ে প্রায় এক মাস বিদেশ অবস্থান করবেন তিনি। এজন্য যাবতীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার ওমরাহ করতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মায়ের সঙ্গে দেশে ফিরতে পারেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। এই অসুস্থতার কারণে উনার বিদেশে যাওয়াটাও পিছানো হচ্ছে।
শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবেশ হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঢাকায় বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লানারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে।