Home » নারী ক্রিকেটারদের জন্য বিসিবির সুখবর

নারী ক্রিকেটারদের জন্য বিসিবির সুখবর

সাধারণত আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় দলকে হারালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মোটা অঙ্কের বোনাস পান জাতীয় দলের ক্রিকেটাররা। এবার নারী ক্রিকেটাররাও পেলেন সুখবর। পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদেরও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিসিবি।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির ১৬তম বোর্ডসভায় মেয়েদের পুরস্কৃত করার বিষয়টি চূড়ান্ত হয়। সভা শেষে গণমাধ্যমকে খবরটি জানান বিসিবিপ্রধান ফারুক আহমেদ। গণমাধ্যমকে বিসিবিপ্রধান বলেন, ‘ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি আমরা। যেটা নতুন জিনিস। র‍্যাংকিংয়ের ভিত্তিতে ছেলেরা যেমন একেক অনুপাতে বোনাস পায়, একইভাবে মেয়েরাও বোনাস পাবে।’ তবে পুরুষদের সঙ্গে নারীদের পুরষ্কারের ব্যবধান থাকবে বলেও জানিয়েছেন ফারুক, ‘টাকার অঙ্ক হয়তো একটু হেরফের হবে তবে বোনাস পাবে। মূলত এগুলো নিয়েই আলোচনা করেছি।’

এ ছাড়াও ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের চুক্তির আওতায় নিয়ে আসবে বোর্ড। এখন শুধু ২৫ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে আছেন। চার ক্যাটাগরিতে এই ক্রিকেটাররা বেতন-ভাতা পেয়ে থাকেন। এবার ঘরোয়া ক্রিকেটে যুক্ত করা হবে ৩০ নারী ক্রিকেটারকে। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেছেন, ‘আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরো ত্রিশ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ৩০ জন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *