Home » জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলায় নিহত ২, আহত ৬০

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলায় নিহত ২, আহত ৬০

অনলাইন সংস্করণ: জার্মানির মাগডেবুর্গের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়ে৷ এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনহাল্ট-সাক্সনি রাজ্য সরকার৷ এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রাজধানী বার্লিনের পশ্চিমাঞ্চলীয় শহর মাগডেবুর্গ৷ সাক্সনি-আনহাল্ট রাজ্যের এ রাজধানী শহরে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাস৷ গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শহরের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি৷ আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী রাইনার হাজেলহফ জানান, গাড়িচাপায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০ জন৷ আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি৷

হাজেলহফ আরও জানান, পুলিশ ইতোমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে৷ মাগডেবুর্গের পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে৷ সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে৷

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার৷ ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন৷ ইতোমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন৷ ঘটনার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেওয়া হয়৷২০১৬ সালে একবার বার্লিনের ক্রিস্টমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল৷ সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেওয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *