Home » সিলেট জাফলং যাওয়ার পথে তিনজন নিহত

সিলেট জাফলং যাওয়ার পথে তিনজন নিহত

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার দামড়িব্রীজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই মুহিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা গেছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন কারে থাকা চালকসহ আরও ২ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) সিলেটের পর্যটন স্পট জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *