Home » কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদরে দোকানে মোবাইল চার্জ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। উপজেলার থানার সদর পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি। এসময় দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম আসলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, বর্ণি গ্রামের এক ব্যক্তি মোবাইল চার্জ নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশী অস্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংষর্ঘে অন্তত ৫০ জন আহত হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *