চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর অধিকাংশ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। যে কারণে অল্প সময়ে তিনি ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিতে পেরেছিলেন। কিন্তু, হঠাৎ করেই চিরচেনা সেই বাপ্পি হারিয়ে যান রুপালি পর্দা থেকে। দীর্ঘদিন থেকে তাকে দেখা যাচ্ছে না কোন শুটিং ফ্লোরে। তবে, বাপ্পি ফের চলচ্চিত্রে ফিরতে চান পুরোনো রূপে।
আগামী ১৩ ডিসেম্বর বাপ্পির ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি মুক্তি পাবে। বেলাল সানি পরিচালিত সিনেমাটি দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও বাপ্পি চৌধুরী আশাবাদী।বেলাল সানি বলেন, ‘ডেঞ্জার জোন’ মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট আগেই পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ডিসেম্বর দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন। এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, বছর শেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশা করি চলচ্চিত্রটি ভালো লাগবে।
‘ডেঞ্জার জোন’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন বাপ্পি-জলি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।সর্বশেষ গত বছর ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পীকে। কিন্তু, সেই ঝলকের পর এই নায়ক প্রায় উধাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা সরব নন বাপ্পী।
প্রতিনিধি