Home » বিয়ে করলেন কীর্তি সুরেশ

বিয়ে করলেন কীর্তি সুরেশ

অনলাইন সংস্করণ: জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি তাত্তিলের সঙ্গে গোয়ায় এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের ১৫ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আজ হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টোনি। আগামীকাল খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল।

‘মাহানাতি’ খ্যাত কীর্তি সুরেশ বিয়েতে পরেছিলেন ঐতিহ্যবাহী শাড়ি, আর অ্যান্টনি তাত্তিল পরেছিলেন একটি ধুতি। বিয়ের একটি ছবিতে দেখা যায়, আগুনের সামনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনছেন নবদম্পতি। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

বিয়ের আগে কীর্তির এক বন্ধুর শেয়ার করা বোর্ডিং পাস এবং পরে তাদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিয়ের আমন্ত্রণপত্রে কীর্তির বাবা-মা, জি সুরেশ কুমার এবং মেনকা সুরেশ কুমার, শুভানুধ্যায়ীদের আশীর্বাদ কামনা করে লেখেন, ‘আমাদের কন্যার বিয়ে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করছি, যাতে তারা নতুন জীবনের যাত্রা সুন্দরভাবে শুরু করতে পারে।’

২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো তিনটি সিনেমার কাজ রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *