Home » বিএনপির তিন অঙ্গসংগঠনের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু

বিএনপির তিন অঙ্গসংগঠনের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু

‘বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকা’র দাবিতে বিএনপির তিন অঙ্গসংগঠন ঢাকা-আগরতলা লংমার্চ শুরু করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় ঢাকার নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই লংমার্চ শুরু হয়। কর্মসূচি সফল করতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।

লংমার্চ শুরু আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তিন অঙ্গ সংগঠনের নেতারা। সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লংমার্চ অংশগ্রহণকারীরা পল্টন থেকে যাত্রা শুরু করে ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবেন। এরপর সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে। আখাউড়া স্থলবন্দরে হবে তাদের সমাপনী সমাবেশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশ স্থলে উপস্থিত হবেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *