বাংলাদেশি ৭৮ জন নাবিকসহ দুই ফিশিং জাহাজ আইনি প্রক্রিয়ার জন্য ভারতের ওড়িশ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে নিয়ে গেছে বলে জানিয়েছে মেরিটাইম সিকিউরিটি মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় কোস্টগার্ড তাঁদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।
এতে ভারতীয় কোস্টগার্ড জানায়, একটি দ্রুততম অভিযানে ভারতীয় জলসীমায় প্রবেশ করে অননুমোদিতভাবে মাছ ধরার অপরাধে ৭৮ জন নাবিকসহ দুটি বাংলাদেশি ফিশিং জাহাজ/ট্রলারকে আটক করেছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজ দুটিকে বর্তমানে পারাদ্বীপে নেওয়া হয়েছে।
সোমবার খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে মাছ ধরার সময় এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ জাহাজ দুটি ও নাবিকদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।নৌযান দুটির মালিকপক্ষ মঙ্গলবার নাবিকদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। তবে নাবিকরা ভারতের জলসীমায় অবস্থান করছেন বলে জানান।
সিঅ্যান্ডএ অ্যাগ্রোর নির্বাহী পরিচালক সুমন সেন বলেন, বাংলাদেশের হিরণ পয়েন্টে নৌযান মাছ ধরছিল। সেই সময় কিছু বুঝে ওঠার আগেই সোমবার দুপুরে দুটি নৌযানকে ভারতের কোস্ট গার্ডের সদস্যরা আটক করে নিয়ে যায়। এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ খুলনা বেল্টের হিরণ পয়েন্ট থেকে ভারতের জলসীমায় নিয়ে গেছে।
প্রতিনিধি