Home » ভারত সীমান্ত অভিমুখে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

ভারত সীমান্ত অভিমুখে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর গুজব ছড়ানোর প্রতিবাদে বেনাপোল সীমান্ত এলাকার অদূরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর দুইটার দিকে যশোর জেলা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে যশোর থেকে পদযাত্রা নিয়ে বেনাপোল অভিমুখে রওনা দেয় শিক্ষার্থীরা। দুপুর ২টার দিকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ভারতের পেট্রাপোল সীমান্তের দিকে রওনা হয়। এ সময় বোনাপোল সীমান্তের ২০০ গজ দূরে বড়আচড়া মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আর না এগিয়ে যাওয়ার আহ্বান জানায়।

পরবর্তীতে সড়কের ওপর বসে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এক ঘণ্টাব্যাপী বেনাপোল বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ করে তারা। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উগ্রবাদী আচরণ, বাংলাদেশ নিয়ে খারাপ মন্তব্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যাচারের নিন্দা জানায় শিক্ষার্থীরা।

‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র মানব না’– এমন স্লোগান দেয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন এলাকার মানুষ তাদের সঙ্গে একাত্মতা জানান।

এক ঘণ্টাব্যাপী বেনাপোল বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা
এক ঘণ্টাব্যাপী বেনাপোল বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা

যশোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক রাসেদ খান, যুগ্ন আহবায়ক রাসেল মাহমুদ ও সদস্য সচিব জেসমিন মুর্শিদি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যাচারের নিন্দা জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন তাঁরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *