Home » লন্ডনে আওয়ামী লীগের ভার্চ্যুয়াল সমাবেশে সা‌বেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এম‌পি‌রা

লন্ডনে আওয়ামী লীগের ভার্চ্যুয়াল সমাবেশে সা‌বেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এম‌পি‌রা

যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে বসে থাকতে দেখা গেছে সা‌বেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমানকে। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকেও এই সমাবেশে উপস্থিত থাকতে দেখা গেছে।

সমাবেশের দর্শকসারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।

london-2
দর্শকসারিতে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী,এমপি ও নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেফতার হলেও বেশিরভাগ মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। তাদের একটি বড় অংশ লন্ডনে অবস্থান করছেন।

এরমধ্যে গতকাল রবিবার ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মত প্রকাশ্যে দেখা গেলো তাদেরকে। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাবেক মন্ত্রী শফিক চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। হাবিবুর রহমান হাবিবের হাবিবের বিরুদ্ধেও হত্যাসহ বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সিলেটে। তাছাড়া কবির বিন আনোয়ারের বিরুদ্ধে সিরাজগঞ্জে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষাপটে কবির বিন আনোয়ার,তার স্ত্রী তৌফিকা আহমেদসহ তিনজনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস শামছ জগলুল হোসেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *