ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান তাকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীমউদ্দীন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির মধ্যে আজ দুপুরে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে দিল্লি ফিরে যাবেন ভারতের পররাষ্ট্র সচিব।