দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন৭৫ উড়োজাহাজে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু তিনি ঠিক কোথায় গেছেন, তা জানা যায়নি। এবার এ নিয়ে তথ্য দিল রাশিয়া। দেশটি বলছে, সিরিয়াতে এখন আর আসাদ নেই। তিনি সিরিয়া থেকে বের হয়ে গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তবে তাদের এই দাবি কতটা সত্য, তা এখনো বলা যাচ্ছে না। এমনকি বাশার রাশিয়ার দিকে গেছেন কি না, তাও নিশ্চিত করে বলেনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কার্যালয় ছেড়েছেন বাশার আল-আসাদ। তিনি সিরিয়াও ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তিনি ঘোষণা দিয়ে গেছেন, শান্তিপূর্ণভাবে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এ নিয়ে রাশিয়ার সঙ্গে তাঁর কথা হয়নি।
এ ছাড়া সিরিয়ায় থাকা রুশ ঘাঁটি নিয়েও মন্তব্য পাওয়া যায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। এতে বলা হয়, এসব ঘাঁটিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেনারা বেশ সতর্ক। তবে, ভয়ের কোনো কারণ নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
বিরোধীদের সঙ্গে মস্কো আলোচনা শুরু করেছে বলেও বিবৃতিতে বলা হয়। সব পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।