Home » মনে করছি না সয়াবিন তেলের সংকট আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মনে করছি না সয়াবিন তেলের সংকট আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাজারে সয়াবিন তেলের সংকট আছে তা মনে করছেন না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘মনে করছি না বাজারে সোয়াবিন তেলের সংকট আছে। রোজায় যাতে সমস্যা না হয় সেজন্য আমদানীকারকদের সাথে বৈঠক হয়েছে। এলসি ইজি করা হয়েছে।’

গত কিছুদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। দুই একটি দোকানে মিললেও বাড়তি দামে কেনার অভিযোগ করেছেন ভোক্তারা। বিক্রেতাদের দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে দেখা দিয়েছে সংকট।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। শফিকুল আলম বলেন, ‘গুম ও খুনের বিচার হতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে নিয়ম অনুযায়ী আবেদন করা হবে।’

এদিকে নির্বাচনে তারিখ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আজকে মেটার সাথে মিটিং ছিল। ওয়াহিদ উদ্দিনের বক্তব্য ব্যক্তিগত। নির্বাচনের তারিখ এখনও আসেনি।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *